শিরোনাম: |
ছবি: খোলা কাগজ
কক্সবাজারের মহেশখালীতে থ্রি-জি রাইফেলসহ ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, দিবাগত রাত আড়াইটার দিকে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদের নেতৃত্বে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকা থেকে ৪টি অস্ত্রসহ সাজেদ (২৬) নামের একজন অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সাজেদ ওই এলাকার শুক্কুর আলির ছেলে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি থ্রী জি রাইফেল, একটি দু'নলা বন্দুক, একটি এক নলা বন্দুক, একটি এলজি ও ১০ রাউন্ড গুলি রয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, গ্রেফতারকৃত ওই ব্যক্তি একজন অস্ত্র কারবারি। তার কাছ থেকে ভারি অস্ত্রের পাশাপাশি বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি।
কেকে/এইচএস