গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল জাতীয় উদ্যানকে পলিথিনমুক্ত ঘোষণা করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার।
রোববার (১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ উপলক্ষে জাতীয় উদ্যানে এক র্যালির আয়োজন করা হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশনা এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সার্বিক দিক নির্দেশনায় এই ঘোষণা দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন- বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার, সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হোসেন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম, গাজীপুর সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলনসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা।
কেকে/এজে