রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: হামাস মুক্তি দিলেও, ফিলিস্তিনিদের মুক্তি আটকে দিলেন নেতানিয়াহু      মাথায় লাল কাপড় বেঁধে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে কুয়েট শিক্ষার্থীরা      জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার      গণপরিবহন নৈরাজ্যে ভুগছে ঢাকাবাসী      দুষ্কৃতকারীরা জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: র‍্যাব      গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বিভক্ত দায়িত্বশীলরা      ডেভিল হান্টের মধ্যেও সক্রিয় অপরাধীরা      
রাজনীতি
দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা অর্পণ করুন: খন্দকার লুৎফর
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৮:০৮ পিএম  (ভিজিটর : ৯৭)
বগুড়ায় জাগপার জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি খন্দকার লুৎফর রহমান। ছবি: সংগৃহীত

বগুড়ায় জাগপার জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি খন্দকার লুৎফর রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) সভাপতি ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে জান বাঁচাতে ভারতে পলাতক ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র থেমে নেই। ভারতে থেকেই তিনি  বিভিন্ন অপকর্ম, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে হিন্দুস্থানি এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য অপচেষ্টা অব্যাহত রেখেছে। তাই তাকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে জন আকাঙ্ক্ষা পুরন করতে হবে। 

রোববার (১ ডিসেম্বর)  বিকেলে বগুড়ার ঐতিহাসিক সাতমাথা মুক্ত মঞ্চে জাগপা আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারকে আইন-শৃঙ্খলা পুন: প্রতিষ্ঠা করতে হবে। যেন ফ্যাসিস্টরা গণ-অসন্তোষ তৈরির সুযোগ না পায়। 


সরকার প্রধান ড.ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি সর্বজন শ্রদ্ধেয় দেশে বিদেশে সুপরিচিত মানুষ। আপনাকে ঘিরে সৃষ্ট  গণ আকাঙ্ক্ষা পুরণে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করে  দেশ পরিচালনার ভার জনপ্রতিনিধিদের হাতে ছেড়ে দিন। 

হিন্দুস্তানের মাটিতে বাংলাদেশের পতাকা পোড়ানো ও বাংলাদেশ বিরোধী অপপ্রচারে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন , এসব বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। গড়তে হবে জাতীয় ঐক্য। 

নিজের জন্মভূমি বগুড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সময় এসেছে বঞ্চিত বগুড়ার সকল দাবি ও চাহিদা পূরণ করার। বগুড়াবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, কথা দিচ্ছি আপনাদের  সকল বঞ্চনার অবসানে আমার নিরলস চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা ও সারাদেশে আওয়ামী ফ্যাসিস্টদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন জাগপার বগুড়া জেলা  সভাপতি মোকলেছুর রহমান।  

জেলা জাগপার সাধারণ সম্পাদক এর মো: আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাগপার খন্দকার আবিদুর রহমান,  কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও দিনাজপুর জেলা জাগপা সভাপতি আলহাজ্ব রকিব উদ্দিন চৌধুরী মুন্না, বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল,জাগপার  যুগ্ম সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক মহসিন আলী রাজু, বিএফইউজের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বগুড়া জেলা জাগপার সাবেক সভাপতি সাজেদুল ইসলাম মটু, অধ্যক্ষ রফিকুল ইসলাম, জাগপা বগুড়া জেলা শাখার সহ- সভাপতি আবু রায়হান, প্রিন্স জেলা জাগপার সহ সম্পাদক বাবলু জোয়ার্দার প্রমুখ। 

কেকে/এইচএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নওগাঁয় সড়কে গাছ ফেলে ডাকাতি
চকরিয়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
হামাস মুক্তি দিলেও, ফিলিস্তিনিদের মুক্তি আটকে দিলেন নেতানিয়াহু
উলাইল প্রমথ চন্দ্র বিদ্যায়তনে তারুণ্যের উৎসব উদযাপন
মাথায় লাল কাপড় বেঁধে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে কুয়েট শিক্ষার্থীরা

সর্বাধিক পঠিত

শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝