গাজীপুর সাংবাদিক সমিতির আয়োজনে চলছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নে কৃষক পরিবারের মাঝে গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) কালিয়াকৈরের সিনাবহ উচ্চ বিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মৌচাক ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাসার সরকারের সভাপতিত্বে সমিতির সভাপতি শফিকুল ইসলাম শামীমের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ডা. বখতিয়ার।
প্রধান অতিথির বক্তব্যে ডা. বখতিয়ার সাংবাদিক সমিতির এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, গাছ আমাদের ফল দেয়, ফুলের সুঘ্রাণ আমাদের মাঝে বিলিয়ে দেয়, আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। এ উপকারের কথা জেনেও সবাই গাছ কাটে। কিন্তু গাছ লাগানোর উদ্যোগী লোক খুবই কম। এমন পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাজীপুর সাংবাদিক সমিতির এ উদ্যোগ অত্যন্ত গঠনমূলক ও প্রশংসার দাবিদার। এ সময় তিনি সমিতির উন্নয়নকামী সব কর্মকাণ্ডের ধারা অব্যাহত রাখতে সমিতির গঠনমূলক কাজের পাশে থেকে সহযোগিতার করবেন বলেও আশ্বাস দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক খোলা কাগজের সহ-সম্পাদক শিপার মাহমুদ, গাজীপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি দেওয়ান জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী রাজীব আল আরাফাত, মৌচাক ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম মেম্বার ও মোস্তফা দেওয়ান পাপ্পু, গাজীপুর জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান আবুল কালাম, জেলা যুবদলের সদস্য মোখলেসুর রহমান, জেলা স্বে”ছাসেবকদলের সদস্য সোহরাব হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দেওয়ান শাহিন, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লি. কোনাবাড়ী জোনের ইনচার্জ শফিকুল ইসলাম।
এ ছাড়াও বক্তব্য রাখেন গাজীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও মোহনা টিভির গাজীপুর প্রতিনিধি তারিকুল জুয়েল, সহ-সভাপতি আক্কাস আলী, অর্থ সম্পাদক নাসিমা আক্তার রেনু, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি মাসুদ, সদস্য ইঞ্জিনিয়ার রোকন বাবু, হাবিবুর রহমানসহ অনেকে।
কেকে/ এইচএস