সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপির অভিযানে ৪ দিনে কোটি টাকা মূল্যের ভারতীয় মাদক ও বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডারগার্ড বিজিব'র সদস্যরা।
২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর সকাল পর্যন্ত ব্রাহ্মণপাড়া, বুড়িচং, বড়জ্বালা, খারেরা, শংকুচাইল, শশীদল, সালদানদী, মাদলা, মঈনপুর, কর্নেল বাজার, কাজিয়াতলী ও আখাউড়া বিওপির সদস্যরা এসব অবৈধ মালামাল জব্দ করেন।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এএম জাবের বিন জব্বার জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ৬০ বিজিব'র অধীনস্থ ১২টি বিওপি বিশেষ অভিযান চালিয়ে চার দিনে ৯৯,৫৩,১৯০/- (নিরানব্বই লক্ষ তিপ্পান্ন হাজার একশত নব্বই) টাকা মূল্যের ভারতীয় নেহা মেহেদী ১৬৭০ পিস, অলিভ ওয়েল ১০৩৪ পিস, বাঁজি ১৩১৭২০ পিস, চাউল ১৩৫০ কেজি, চিনি ১৩০৯৫ কেজি, রসুন ১২৫ কেজি, কফি ১২৮ কেজি, হুইস্কি ২৮ বোতল, গাঁজা ১৮ কেজি এবং বাংলাদেশি একটি সিএনজি জব্দ করে। পরে এসব মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস্ অফিসে জমা এবং মাদক গুলো ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়।
কেকে/এমএস