শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য      বাড়তি ব্যয় চাপছে ভোক্তার ঘাড়ে, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও      পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম      শমী কায়সারের ব্যাংকের সবধরনের হিসাব তলব      যানজটের কারণে জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ      লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন      ডিএমপির ১২ ডিসিকে বদলি      
গ্রামবাংলা
বিএনপি নেতারা মিথ্যা মামলা খালাস পাওয়ায় কুমিল্লায় আনন্দ মিছিল
আল-আমিন কিবরিয়া, কুমিল্লা
প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৫ পিএম  (ভিজিটর : ১৪০)
 কুমিল্লায় আনন্দ মিছিল করেছে আপামর জনতা। ছবি: প্রতিনিধি

কুমিল্লায় আনন্দ মিছিল করেছে আপামর জনতা। ছবি: প্রতিনিধি

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সব আসামিকে খালাস দেওয়ায় কুমিল্লায় আনন্দ মিছিল করেছে আপামর জনতা।

রোববার (১ ডিসেম্বর) রায়ের খবর শুনে কুমিল্লার মুরাদনগরে দলটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের এলাকায় মুহূর্তেই হাজার হাজার মানুষ আনন্দ মিছিল নিয়ে মুরাদনগর সদরে আসেন। এ উপলক্ষে দিনব্যাপী ওই এলাকায় বিএনপি নেতা কর্মীদের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষও আনন্দ উল্লাসে মেতে উঠেন। মুরাদনগরের প্রতিটি গ্রাম গন্জে মিষ্টি বিতরণ করেন আপামর জনতা৷

এ ছাড়াও বিকেল ৪ টায় মুরাদনগর ডি আর উচ্চ বিদ্যালয় মাঠে শোকরানা ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর এই মামলা খালাস পাওয়ায় সনাতন ধর্মাবলম্বীরাও তাদের মন্দিরে প্রার্থনার আয়োজন করে। পূজা উৎসবের মত আজ তারা উন্নত মানের খাবার আয়োজন করেছে।

সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর ছোট ভাই কাজী জুননুন বসরী বলেন, হামলা মামলা জুলুম নির্যাতনের পরেও এ মুরাদনগরের মানুষ যেভাবে আমার বড় ভাইয়ের পাশে ছিলেন আমরাও আপনাদের পাশে ছিলাম আছি আজীবন থাকব ইনশাআল্লাহ। আমার দাদাকে মিথ্যা মামলা দিয়ে আজ ১৩ বছর পরিবার ও মুরাদনগরের মানুষ থেকে দুরে রেখেছে। তারা ভেবেছে মুরাদনগর থেকে কায়কোবাদকে মুছে দেবে! কিন্তু রায় ঘোষণার সাথে সাথে হাজার হাজার মানুষ যেভাবে আনন্দ মিছিল নিয়ে লক্ষাধিক মানুষের সমাবেশে পরিণত করেছে তাতে আজ প্রমানিত হয়েছে মুরাদনগরে কায়কোবাদ দাদার বিকল্প নাই।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া বলেন, ফ্যাসিস্ট সরকার ও তার দোসর ইউসুফ আব্দুল্লাহ হারুন মিথ্যা সাজানো মামলায় জড়িয়ে মুরাদনগরের আপামার জনতার হৃদয়ের মনি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ১৩ বছর মুরাদনগরের মানুষ থেকে দুরে রেখেছে। আজ জনতার বিজয় হয়েছে। আমার নেতা খালাস পেয়েছে। আমাদের নেতাকে মিথ্যা মামলা দিয়ে যারা দুরে রাখল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মুরাদনগর উপজেলা সেক্রেটারী অরুপ নারায়ন পৌদ্দার পিংকু বলেন, মুরাদনগরের সকল হিন্দুরা মিলে আমরা মানববন্ধন করেছিলাম অবিলম্বে কায়কোবাদ দাদার মামলা প্রত্যাহারের দাবিতে। ভগবান আমাদের প্রার্থনা মন্জুর করেছে। আজ দাদা মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছে। আমরা হিন্দু ধর্মাবলম্বীরা আজ মন্দিরে আনন্দ উদযাপন ও ভূড়িভোজ করছি।

আনন্দ মিছিল মিষ্টি বিতরণ ও দোয়ার আয়োজনকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে মুরাদনগর উপজেলা সদর। আজকের আনন্দকে ঘিরে আলেম ওলামা ও সাধারণ মানুষদের জন্য ১০ টি গরু ও মন্দিরে বিশেষ খাবারের ব্যবস্থা করেছে মুরাদনগরের আনন্দিত জনতা।

কেকে/এমএস
আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   মামলা   কায়কোবাদ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
জীবননগর সীমান্তে ৬৬লক্ষ টাকার ইয়াবা উদ্ধার
নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
অভিনেত্রী নিপুণকে সিলেট বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ
তীব্র শীতে কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন ৮.৫ ডিগ্রি

সর্বাধিক পঠিত

নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
গঙ্গাচড়ায় বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝