বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে পক্ষ-বিপক্ষ অবস্থান নিয়ে তৈরি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি।
রবিবার (০১ ডিসেম্বর) বেলা ১১ টায় সকল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে জীবনানন্দ দাস কনফারেন্স রুমে উপাচার্যের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা অনুষ্ঠান নিয়ে সকাল থেকেই উত্তেজনাকর পরিবেশ ছিলো বরিশাল বিশ্ববিদ্যালয়ে। সভার এক পর্যায়ে শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে অবস্থা নেয় এবং শিক্ষার্থীদের ভেতর হাতাহাতি হয়। এসময় ববি ভিসি অনুষ্ঠান থেকে স্থান ত্যাগ করেন।
জানা যায়, বুধবার (২৭ নভেম্বর) শিক্ষার্থীরা আলোচনায় বসে ববি ভিসি পদত্যাগ আন্দোলনের এক দফা দেন। পরবর্তীতে ভিসি কার্যালয়ে তালা মেরে সিলগালা করে দেওয়া হয় এবং ১ দফা কার্যকর রেখে প্রক্টরের আমন্ত্রণে তারা ভিসির সাথে আলোচনা সভার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পরে রবিবার সকালে বেলা ১১টায় কিছু শিক্ষার্থী তালা ভাঙা কর্মসূচি দিয়ে তালা ভাঙতে গেলে তখন তাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সিরাজ সহ আরো কিছু শিক্ষার্থীদের গায়ে হাত ও তাদের উপর চড়াও হয়। একপর্যায়ে উল্টা তারাও বাকবিতন্ডায় জড়িয়ে ধাক্কাধাক্কি করে। ববি ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফের অনুসারী মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান ওরফে সিফাত এবং পরিসংখ্যান বিভাগের একই বর্ষের রবিন সিরাজকে ধাক্কা মারে।অভিযোগ সিরাজের।
এদিকে আলোচনা সভার অনুষ্ঠানে ববি ভিসি শিক্ষার্থীদের দাবি গুলো শুনেন, তাদের সকল দাবি এবং প্রশ্ন গুলোর উত্তর দেন। কিন্তু প্রশ্ন-উত্তর পর্বের মাঝে শিক্ষার্থীদের দু-গ্রুপের মাঝে হাতাহাতি হয়। এসময় ববি শাখা ছাত্রদলের ইতিহাস বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোশাররফ হোসেনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের (১৬-১৭) সেশনের শিক্ষার্থী এম এইচ তমাল, একাউন্টিং এবং ইনফরমেশন বিভাগের (২০-২১) সেশনের মাহমুদুল হাসান সজিবের সাথে হাতাহাতিতে আলোচনা সভার অনুষ্ঠান পন্ডুড় হতে থাকে। শেষ পর্যায়ে অসমাপ্ত হয় আলোচনা সভা।
পরবর্তীতে প্রক্টর উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের সাথে পালাক্রমে বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন ঘোষণা করে সাক্ষাৎকার অনুষ্ঠান ত্যাগ করেন। এসময় এম এইচ তমাল কনফারেন্স রুম থেকে বের হলে তার সাথে আবারও হাতাহাতিতে জড়ায় ববি শাখা ছাত্রদলের কিছু শিক্ষার্থী। সবাই তাদের ছাড়িয়ে দিলে তখন এম এইচ তমাল লিফট দিয়ে নিচে নামলে তাকে লিফটের নিচে ও আটকানো হয়। কিন্তু ববি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ তাকে ছাড়িয়ে নিয়ে যায়।
কেকে/এমএস