ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রশিবিরের সরাসরি সহায়তা পেয়েছি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।
রোববার (১ ডিসেম্বর) বিকল ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সমাজবিজ্ঞান কনফারেন্স রুমে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলো মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, আমরা কখনোই এই অভ্যুত্থানের একক ক্রেডিট দাবী করি না। আপনারা পেছনে ছিলেন বলেই আমরা সামনে আসতে পেরেছি। রাজনৈতিক সংগঠনগুলোর এখানে অবশ্যই ভূমিকা রয়েছে। তবে, ওই সময় আপনারা নিজ ব্যানারে নামতে পারেননি বলেই আমাদের নিউট্রালদের সামনে এগিয়ে দিয়েছেন। অনেকেই পেছন থেকে সাপোর্ট দিয়েছেন। যেমন- ছাত্রশিবিরের কাছে থেকে আন্দোলনে আমি সরাসরি সহায়তা পেয়েছি।
তিনি আরও বলেন, আমরা বইপুস্তকে গণতন্ত্রের কথা পড়লেও দেশে এর বাস্তব প্রয়োগ দেখার সুযোগ পাইনি। এখন সময় বাস্তবায়নের। এখানে অনেক ছাত্র সংগঠনই ইনভাইটেশন পাওয়ার পরেও আসেনি। তারা আসুক। মনের জমানো অভিযোগগুলো বলুক। আমরা যে সংহতির কথা বলছি, সেটা তখনই বাস্তবায়ন সম্ভব যখন সবাই এক হতে পারবো।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, নাগরিক কমিটি, স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি, বিপ্লবী ছাত্র পরিষদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এবং বিআরএফ ইয়ুথ ক্লাবের মতো সামাজিক সংগঠন থেকেও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কেকে/এমআই