শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: মাইনাস টুর আশা পূরণ হবে না: আমীর খসরু      অন্তর্বর্তী সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে পারছে না: সাইফুল হক      ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশা      থানা থেকে সাবেক ওসি পলায়ন, বর্তমান ওসি ক্লোজড      টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার      দায়িত্ব ভাগাভাগি-সমতার মাধ্যমে উন্নত বিশ্ব গড়া সম্ভব: রিজওয়ানা হাসান      কেউই যেন বঞ্চিত না থাকেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি: আদিলুর      
গ্রামবাংলা
রূপগঞ্জে আবারো সাংবাদিককে হত্যা চেষ্টায় গুলি
মাহবুব আলম প্রিয়, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১:২৩ পিএম  (ভিজিটর : ৯৫)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবারও জাহাঙ্গীর মাহমুদ নামে এক সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় জাহাঙ্গীরের ঘরের জানালা দিয়ে গুলি ছোড়ে একদল সন্ত্রাসী। এ সময় সাংবাদিক জাহাঙ্গীর বাড়িতে থাকলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির একটি খোসা উদ্ধার করে।

ঘটনার কারণ হিসেবে জানা গেছে, স্থানীয় সন্ত্রাসী গ্রুপ ইয়াসিন মিয়া ওরফে ফেন্সি ইয়াসিন বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন জাহাঙ্গীর মাহমুদ। ইয়াসিন রূপগঞ্জের সন্ত্রাসী মাসুদুর রহমান ওরফে কাইল্লা মাসুদের হয়ে কাজ করছেন। এতে ক্ষিপ্ত হয়ে ১৫ দিন ধরে ইয়াসিন ‘ক্ষতিপূরণ বাবদ’ জাহাঙ্গীর মাহমুদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। সংবাদ প্রকাশ এবং দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় গত ১৬ নভেম্বর বেলা সাড়ে ১১টায় ইয়াসিনের নেতৃত্বে কাজল, রাব্বিল, রকি, ইমনসহ ৪০-৫০ জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাহাঙ্গীরের ওপর হামলা করে। এ সময় তারা ইট দিয়ে জাহাঙ্গীরের শরীরের বিভিন্ন অংশ ও মাথা থেঁতলে দেয়। পরে হামলাকারীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে এলাকা ত্যাগ করে। ওই ঘটনায় রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধি রাসেল আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।

কয়েকদিন ধরেই মাসুদুর রহমান, ইয়াছিন, কাজলসহ সন্ত্রাসীরা মামলা তুলে নিতে জাহাঙ্গীরকে চাপ দিয়ে আসছিল। না হলে তাকে হত্যার হুমকিও দেয়। এ নিয়ে শনিবার জাহাঙ্গীর রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল দুপুরে মামলার আসামি রাব্বিল ও রকি নারায়ণগঞ্জ আদালতে জামিন চান। আদালত রকিকে জামিন দিলেও রাব্বিলকে জামিন না দিয়ে কারাগারে পাঠান। এর পর বিকেলে মাসুদুর রহমান ও ইয়াসিনের নেতৃত্বে সন্ত্রাসীরা জাহাঙ্গীর মাহমুদুরের বাড়ির আশপাশের রাস্তা দিয়ে মোটরসাইকেল মহড়া দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় তৈরি হয় জনমনে আতঙ্ক। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীরকে হত্যার উদ্দেশ্যে তার ঘরের জানালা দিয়ে গুলি ছোড়ে। গুলিটি জানালা ছিদ্র হয়ে ঘরের ভেতরে ঢুকে যায়। তবে অল্পের জন্য জাহাঙ্গীর মাহমুদের শরীরে লাগেনি। ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জাহাঙ্গীর মাহমুদসহ তার পরিবারের সদস্যরা।

ভুলতা পুলিশ ইনচার্জ (পরিদর্শক) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   সাংবাদিক   হত্যা চেষ্টা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মাইনাস টুর আশা পূরণ হবে না: আমীর খসরু
লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিলনমেলা
বাড়ন্ত শিশুর রিকেট কেন হয়
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী অভিযান
শুরু হলো আইটিইটি ক্রিকেট টুর্নামেন্টের আসর

সর্বাধিক পঠিত

ক্যান্সারে পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নুর আলম
শাবিপ্রবির চট্টগ্রাম ফোরামের সভাপতি ধ্রুব, সম্পাদক শান
দৈনিক খোলা কাগজে সংবাদ প্রকাশ, সড়কে বাতি লাগানো শুরু
থানা থেকে সাবেক ওসি পলায়ন, বর্তমান ওসি ক্লোজড
কাউনিয়ায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝