মিরসরাইয়ে ৩’শ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আক্তার হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১ ডিসেম্বর) রাতে উপজেলার বারইয়ারহাট হতে রামগড়গামী সড়কের অলংকার মোড়ে পুরাতন অনটেস্ট সিএনজি অটোরিক্সায় অভিযান চালিয়ে ফেনসিডিল গুলো জব্দ করা হয়।এসময় উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকার মোস্তফা কামালের ছেলে মাদক ব্যবসায়ী আক্তার হোসেনকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ। জব্দকৃত ফেনসিডিলের মূল্য প্রায় ৬ লাখ টাকা।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিফাতুল মাজদার বলেন, অভিযান চালিয়ে ৩’শ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এসময় সবুজ রংয়ের পুরাতন অনটেস্ট একটি সিএনজি অটোরিক্সাও জব্দ করা হয়। ঘটনাস্থল হতে একজন আসামী কৌশলে পালিয়ে যায়। তাকেও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
কেকে/এইচএস