শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ. লীগ: মির্জা ফখরুল      গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো       গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান      নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ: আমীর খসরু      পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি      ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য      বাড়তি ব্যয় চাপছে ভোক্তার ঘাড়ে, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও      
খেলাধুলা
আয়ারল্যান্ডকে বাংলাওয়াশ করলো বাঘিনীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৭:৩০ পিএম  (ভিজিটর : ৫৬)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। আর এ জয়ে ৩-০ ব্যবধানে আইরিশদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশের নারীরা।

সিরিজের প্রথম দুই ম্যাচে রেকর্ড জয় নিয়ে সিরিজ আগেই নিশ্চিত করেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। ফলে আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওয়ানডে ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার ছিল। এমন ম্যাচে প্রথমে ব্যাট করে ১৮৫ রানেই গুটিয়ে গেছে আইরিশরা। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ও ৭৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় মেয়েরা।

১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই মুরশিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে শারমিন আখতারকে নিয়ে ১৪১ রানের পার্টনারশিপ গড়েন ফারজানা হক। এই জুটিই মূলত দলের জয় নিশ্চিত করেন। শারমিন ৮৮ বলে ১১টি চারে ৭২ রান করে অ্যামি ম্যাগুইরের বলে আউট হন। একই বোলারের বলে মাঠ ছাড়া ফারজানা ৯৯ বলে ৬টি চারে ৬১ করেন। অধিনায়ক নিগার ১৮ ও সোবহানা মোস্তারি ৭ রানে অপরাজিত থাকেন।

টসে জিতে এর আগে প্রথমে ব্যাটিং বেছে নেন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। ওপেনার সারাহ ফোর্বস দ্রুত ফিরলেও পরের দুই ব্যাটারকে নিয়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যেতে থাকেন গ্যাবি। এক পর্যায়ে ২ উইকেট হারিয়েই ৯৭ রান তুলে ফেলে টাইগ্রেসরা। এই রানে গ্যাবি ফিরলে অধিনায়ক ফিরলে বড় ধাক্কা খায় আইরিশরা। ১২৩ রানের মধ্যেই আরও ৩ উইকেট হারায় দলটি।

৭৯ বলে ৯টি চারের সাহায্যে ৫২ রান করেন গ্যাবি। এছাড়া তিনে নামা অ্যামি হান্টার ৪০ বলে ২৩ ও চারে নামা ওরলা প্রেন্ডারগাস্ট ৪৫ বলে ২৭ রান করেন। ১২৩ রানে ৬ উইকেট হারিয়ে দেড় শ’র আগে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে আইরিশরা। তবে শেষের দিকে আলানা ডালজেলের ৪৪ বলে ১৯ ও কারা মুরির ৯ বলে ১৩ রানের ইনিংসে ১৮৫ রান পর্যন্ত করতে পারে আয়ারল্যান্ড।

বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৪৩ রান খরচায় ৩ উইকেট নেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। ১০ ওভারে দুর্দান্ত ছিলেন অফ স্পিনার সুলতানা খাতুন। ২ মেডেনসহ মাত্র ২৯ রান খরচায় তার শিকার ২ উইকেট। সমসংখ্যক উইকেট পেলেও ১০ ওভারে নাহিদা আকতারকে খরচ করতে হয়েছে ৫৫ রান। একটি করে উইকেট আদায় করেন স্বর্ণা আক্তার ও রাবেয়া খান।

সিরিজের প্রথম ম্যাচে ১৫৪ রানের রেকর্ড জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট জয় পায় টাইগাররা। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ৫ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  বাংলাওয়াশ   নারী ক্রিকেট দল   হোয়াইটওয়াশ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মন্দিরের দরজা ভেঙে প্রতিমাসহ স্বর্ণের মুকুট চুরি
ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ. লীগ: মির্জা ফখরুল
ক্যান্সারে পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নুর আলম
গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো
গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান

সর্বাধিক পঠিত

নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝