'কাজ করি, দেশ গড়ি' শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে নীলসাগর গ্রুপের কনজ্যুমার প্রোডাক্টের ‘ডোর টু ডোর' প্রকল্পের সর্বোচ্চ পণ্য বিক্রয়কারী সেরা কর্মীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বেলা ১২টায় শহরের নীলসাগর গ্রুপের পরিবহন বিভাগে ওই পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলসাগর গ্রুপের উপদেষ্টা ও নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আফজালুল হক। ভার্চুয়ালি বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন।
নীলসাগর গ্রুপের মহা-ব্যবস্থাাপক তাপস সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিচালক আব্দুল আজিজ, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাাপক মাহবুবুল আজিজ, হেড অফ বিজনেস মো. আরিফুর রহমান, নীলসাগর কনজ্যুমার প্রডাক্টস লিমিটেডের চীফ কো-অর্ডিনেটর মো. আওরঙ্গজেব সুজন, নীলসাগর গ্রুপের সহকারী মহাব্যবস্থাাপক নূর-এ-আলম ছিদ্দিক, ডোর টু ডোর প্রকল্পের প্রোগ্রামার মো. শাখাওয়াত হোসেন দোলন, নীলসাগর গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের এক্সিকিউটিভ অমিত কুমার চাকী।
নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেন,‘নীলসাগর আমাদের নীলফামারীর কোম্পানি। এখানে আমরা সবাই কাজ করি। আমাদের চিন্তা গোটা বাংলাদেশে নীলফামারীকে পরিচিত করানো। সেটি তখনই সম্ভব যখন আমরা সবাই মিলে মন থেকে বিশ্বাস করবো। অনুষ্ঠানে আমি আরজিনার বক্তব্য মন দিয়ে শুনলাম। এরকম মানসিকতা নিয়ে যদি আমরা এগিয়ে যাই। তাহলে আমাদের কেউ পিছিয়ে রাখতে পারবে না। আমরা আমাদের পণ্য আমাদের আত্মীয়-স্বজন, আমাদের নীলফামারী বাসীর কাছে নিয়ে যাবো। সবার সহযোগিতা ছাড়া আমরা নীলফামারীকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমাদের দায়িত্ব হচ্ছে নীলফামারীর মানুষের কাছে ভালো পণ্য পৌঁছে দেওয়া। এই মাস আমাদের বিজয়ের মাস এই মাসে আমরা আমাদের কোম্পানিকে লস থেকে বের করে আনব। আমরা আজকে সবাই শপথ নেই। এই প্রোগ্রামটা যারা আয়োজন করছে তাদের আমরা ধন্যবাদ জানাই। এই বিজয়ের মাসে যেন আমরা সফল হতে পারি। সেই সাথে যেন সবাই ভ্যানিটি ব্যাগ ভর্তি করে মানিব্যাগ ভর্তি করে বাসায় একটা মোটা টাকা নিয়ে যেতে পারি’।
আলোচনা সভা শেষে ‘ডোর টু ডোর’ প্রকল্পের ১৩ জন সর্বোচ্চ বিক্রয়কর্মী পুরস্কার লাভ করেন। এর মধ্যে প্রথম স্থাান অর্জন করেন চাপড়া সরমজামী ইউনিয়নের লাবনি আক্তার ও রুনা আক্তার। দ্বিতীয় স্থাান অর্জন করেন চাপড়া ইউনিয়নের আরফিনা ও ইরিন আক্তার।
কেকে/এমএস