সিলেটে মাছ ব্যবসায়ীদের হামলায় এক কিশোর নিহত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) রাত আটটার দিকে নগরীর লালদিঘীরপাড় এলাকায় অস্থায়ী হকার মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর মো. জাহিদ খান (১৭) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দিঘরখান্দী এলাকার মো. দুদু মিয়ার ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত দুই জনকে আটক করেছে পুলিশ। তারা হলো- নগরের লামাপাড়া বাদশা মিয়ার কলোনীর বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে ফরহাদ ইসলাম (১৬) নগরের লামাপাড়া ঘাসিটুলার খায়রুল ইসলামের ছেলে মো. রাফি (২৮)।
পুলিশ জানায়, মো. জাহিদ খান হকার মার্কেটের একটি চা দোকানের কর্মচারী ছিলো। ঘটনার সময় সে পার্শ্ববর্তী একটি দোকান থেকে পানি আনতে গিয়েছিল। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে ফরহাদের সাথে তার কথা কাটাকাটির এক পর্যায়ে ফরহাদ ও তার সহযোগী রাফি জাহিদের গলাচেপে ধরে কুলি-ঘুষি মারতে থাকে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঐ কিশোর লালদিঘীরপাড় হকার মার্কেটের একটি চা দোকানের কর্মচারী ছিলো। এ ঘটনায় অভিযুক্ত ফরহাদ ও রাফি নামের দুইজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কেকে/এমআই