বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫,
১৫ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: রুয়েট ছাত্রলীগের সভাপতি-সম্পাদক আজীবন বহিস্কার, ৪৪ জনকে শাস্তি      ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি আনোয়ার      বিগত সরকার জ্বালানি খাতকে চুরির কারখানা বানিয়েছে      ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ       তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম      রণাঙ্গনের যোদ্ধারাই ‘মুক্তিযোদ্ধা’, বাকিরা সহযোগী      জুলাই আন্দোলনে আহতদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী      
বেগম রোকেয়া
একজন সফল নারী উদ্যোক্তা মিনা সরকারের গল্প
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১:৪২ পিএম  (ভিজিটর : ১৪২)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিনা সরকার, নাটোরের সিংড়ায় একজন উদ্যোক্তা। স্বামী মারা যাওয়ার পর সংসারের হাল ধরেন তিনি। তার চেষ্টা, পরিশ্রম, অদম্য মনোবল তাকে পিছনে তাকাতে দেয়নি। এখন তিনি মাসে আয় করেন ২০ থেকে ২৫ হাজার টাকা আর বছরে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা। তার একার উপার্জনেই চলে সংসার। ভাড়া বাসা, সন্তানের পড়ালেখা, বাড়ির কাজ ছাড়াও উদ্যোক্তা হিসেবে সফল সংগ্রামী এক নারী মিনা সরকার।

২০২২ সালে প্রতিবেশী টুম্পা কুন্ডু ও কনিকা কুন্ডুর মাধ্যমে নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করেন। ফেইসবুক পেইজ খুলেন মিনা ফ্যাশন এন্ড ফুড। বাড়ি থেকেই পুরো দমে ব্যবসা শুরু। নানা রকমের থ্রি পিছ, কাপড়, শাড়ি, লেডিস ট্রি-শার্টসহ মেয়েদের সব রকমের পোশাক। ফুড আইটেম হিসেবে চার রকমের কুমড়ো বড়ি নিজেই তৈরি করে বাজারজাত করেন। ভালো কুমড়ো বড়ির কারিগর হিসেবে পরিচিত লাভ করেছেন।

প্রতিদিন ১০ থেকে ১২ কেজি কুমড়ো বড়ি তৈরি করেন। ভেজালমুক্ত এবং খাঁটি দানাদার তৈরি মাসকলাই ৭০০ টাকা কেজি, মটর ডাল ৫০০ টাকা কেজি, খেসারী ৩৫০ টাকা কেজি, এংকার ৩০০ টাকা কেজি করে বিক্রয় করেন। এছাড়া দেশি চাকের খাঁটি মধু, ঘি, নাড়ু, মোয়াসহ নানা খাদ্যসামগ্রী নিজেই তৈরি করে বিক্রি করেন। বছরে ৪ থেকে ৫ লক্ষ টাকা আয় করেন তিনি।

একজন সফল উদ্যোক্তা হিসেবে সিংড়া ডিজিটাল পল্লি সনদ পান। নাটোরে নারী মেলায় নিজস্ব স্টল দিয়ে পুরস্কৃত হন। নাটোর বিসিক শিল্প নগরীতে ৩ দিনের ট্রেনিং করেন, রাজশাহী লার্নিং ট্রেনিং সেন্টারে বেসিক বিষয়ে ট্রেনিং করেন। ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা সেমিনারে অংশ নেন।

তিন কন্যা সন্তানের জননী মিনা সরকার। বড় কন্যা রাজশ্রী সরকার, এ বছর সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসিতে এ-প্লাস পেয়েছেন। সে ভবিষ্যতে নার্স হয়ে দেশসেবা করতে চান। মেজ মেয়ে অনুশ্রী সরকার, সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজে ৮ম শ্রেণির শিক্ষার্থী। ছোট মেয়ে শ্রেয়সী সরকার সিংড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী।

১৯৮৩ সালে সিংড়া পৌরসভার কতুয়াবাড়ী গ্রামে বাবার বাড়িতে জন্মগ্রহণ করেন মিনা সরকার। বাবা রাধাগোবিন্দ, মা শ্যামলী রানী সরকার। চার ভাইয়ের একমাত্র বোন মিনা সরকার। ২০০৪ সালে সিরাজগঞ্জের রতন কুমার সরকারের সাথে বিয়ে হয়। বায়িং হাউজে চাকরি করতেন তার স্বামী। ২০১৮ সালে স্বামী মারা যাওয়ার পর থেকে সংসারের হাল ধরেন তিনি।

২০০০ সালে ১ বিষয়ে লেটারসহ ফাস্ট ডিভিশনে এসএসসি পাশ করেন। ২০০২ সালে এইচএসসিতে ২য় বিভাগে উত্তীর্ণ হন। স্বামী মারা যাবার পর তার সংগ্রাম শুরু। একটু সেলাই মেশিনের কাজ জানতেন তাই দিয়ে শুরু করেন দর্জির কাজ। পাশাপাশি পাইকারি কিনে থ্রি পিছ বিক্রি করে উপার্জন শুরু করেন তিনি।

মিনা সরকার বলেন, আমি অনলাইন ও অফলাইনে ব্যবসা করে স্বাবলম্বী হয়েছি। আমার পেইজ মিনা ফ্যাশন এন্ড ফুডস। আমার স্বামী স্ট্রোক করে মারা যায়। একের পর থেকেই সংসারের পুরো হাল ধরেছি আমি নিজেই। আমার জীবন একটা সংগ্রামের মধ্যে দিয়ে কাটাচ্ছি। একদিকে আমার সংসার ব্যবসা অন্যদিকে মেয়েদের পড়াশোনা ঠিক রেখে কাজ করছি। বাস্তব জীবনের সঙ্গে যুদ্ধ করে চলছে প্রতিনিয়ত। একজন নারীই পারেন এতকিছু সামলিয়ে জীবনের সফলতার দিকে এগিয়ে যেতে।

সিংড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন বলেন, সমাজে নারীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। মিনা সরকার একটি উদাহরণ। তার সফলতার গল্প শুনেছি। সে একজন সফল নারী উদ্যোক্তা এবং সফল জননী। তার জন্য শুভ কামনা। মহিলা বিষয়ক অফিস তার পাশে থাকবে ও তাকে সহযোগিতা করে যাবে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  নারী উদ্যোক্তা   মিনা সরকার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সোনারগাঁয়ে ডাকাতির কবলে কুয়েত প্রবাসি
ছাত্রদের কেন্দ্রীয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের
চলমান সন্ত্রাস ও নারী অবমাননার বিরুদ্ধে ছাত্র জনতার মশাল মিছিল
রুয়েট ছাত্রলীগের সভাপতি-সম্পাদক আজীবন বহিস্কার, ৪৪ জনকে শাস্তি
ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি আনোয়ার

সর্বাধিক পঠিত

কেরানীগঞ্জে আলকাতরা কাণ্ডের সেই মেম্বার হলেন চেয়ারম্যান
আনোয়ারায় কিশোর গ্যাং লিডার বাবু আটক
সাতকানিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক
নীলফামারী জেলা ক্যাবের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণের সেমিনার অনুষ্ঠিত
ধর্ষণ ও সহিংসতার বিচারের দাবীতে নালিতাবাড়ীতে মানববন্ধন

বেগম রোকেয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝