বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডে এক আইনজীবীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দলের সদস্যরা ওই আইনজীবীর মা, বোন ও বোনের ছেলের গলায় ধারালো অস্ত্র ধরে প্রায় ৩০ হাজার নগদ টাকা ও আনুমানিক ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
সোমবার রাত আনুমানিক ২টায় মোরেলগঞ্জ পৌরসভার পূর্ব সরালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মো. ঐক্য (১৬) জানান, ডাকাতদের হাতে ধারালো অস্ত্র ছিল। আমার হাত বেঁধে রুমের মধ্যে বসিয়ে রেখে আমার আম্মু ও নানুর গলায় ধারালো অস্ত্র ধরে সব কিছু নিয়ে যায়।
এ্যাড. মোস্তাফিজুর রহমানের মা বলেন, আনুমানিক ২ টা থেকে ভোর ৪টা পযন্ত ৬জনের ডাকাত দল মুখে মাক্স দিয়ে ঘরের ভিতর ঠুকে ধারালো অস্ত্র গলায় ধরে হাত বেধে আমার এবং আমার মেয়ের গলার হার, চেইন, আংটি, রুলিসহ প্রায় ৬ভরি স্বর্ণ ও নগদ প্রায় ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায়। তবে অবাক করা বিষয় হচ্ছে ডাকাত দলের মধ্যে ১জনের ব্যবহার খুব ভাল ছিল এবং যাওয়ার সময় আমার কাছে মাফ চেয়ে যায়।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত পুর্বক ব্যবস্হা নেয়া হবে।
কেকে/এমআই