অটোরিকশা ব্যবহার না করে অল্প দূরত্বের পথ হাঁটার পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, এই এক-দেড় কিলোমিটার আপনারা অটোরিকশা ব্যবহার করবেন না। অটোরিকশা ব্যবহারে জটিলতা বৃদ্ধি পায়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যাটারিচালিত অটোরিকশা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, এই সমাজে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জন্য অটোরিকশা প্রয়োজন। আমাদের বাস্তবভিত্তিক চিন্তা করতে হবে। তবে যে হারে অটোরিকশা বাড়ছে সেই হারে বাড়লে পুরো রাস্তা দখল করে ফেলবে, এরপর আপনারা কেউ ঘরের বাইরে যেতে পারবেন না। এটি হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, আপনারা লোকালি বা অফিস-আদালত, বাজার-ঘাট পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে সমস্যার অনেকটা সমাধান হবে এবং শরীরও ভালো থাকবে। যাদের বাচ্চার স্কুল আছে তারা কর্মস্থল বা বাসাটা স্কুলের দিকে শিফট করেন। আপনাদের যাদের বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয় তারা স্কুলের পাশে বাসা ভাড়া নিতে পারেন।