চুয়াডাঙ্গার জীবননগরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় জীবননগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬১০ জন প্রান্তিক কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা পাভেল রানা ও উদয় রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার ইয়াছিনসহ অন্যান্য কর্মকর্তারা।
কেকে/ এএম