পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিবি পুলিশের ওসি হাসান বসিরের নেতৃত্বে সোমবার রাতে সদর উপজেলার ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ইসমাইল বিশ্বাস, শেখ ফরিদ ও ইউসুফ আলীকে। তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি শুটারগান ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে শেখ ফরিদ নিষিদ্ধ ঘোষিত সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলেন।
কেকে/ এএম