‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বির্নিমাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় আন্তর্জাতিক জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ এর সহযোগিতায় গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গ্রাম বিকাশ কেন্দ্র পিপিইপিপি ইইউ প্রকল্প উত্তর পশ্চিমাঞ্চল রংপুরের প্রকল্প সমন্বয়কারী ডা. শামসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার। এতে বক্তব্য রাখেন- গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক কর্মকর্তা হাসানুজ্জামান, ইউপি সদস্য রাজু আহমেদ শিবুল, মোজাম্মেল হক, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এরশাদ আলম, টেকনিক্যাল অফিসার-কমিউনিটি মোবিলাইজেশন জিয়াউর রহমান, এমআইএস অফিসার কাজী মাহবুব হাসান, রেশমা খাতুন, প্রতিবন্ধী ব্যক্তিদের ফোরামের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য, পিভিসি’র সদস্য ও প্রকল্পের কর্মকর্তাগন।
এছাড়াও গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান জেনেপাড়া গ্রাম বিকাশ কেন্দ্র অফিসে দিবসটি পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টেকনিক্যাল অফিসার মোঃ আখতার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নিউট্রিশন সুরাইয়া আকতার রাখি, গ্রাম বিকাশ কেন্দ্র সহকারী কারীগরি কর্মকর্তা নিউট্রিশন আসাদুল ইসলাম ও হিরু কুমার রায়, সহকারি কারিগরি কর্মকর্তা লাইভলীহুড কাওছার আহমদ, গ্রাম বিকাশ কেন্দ্র প্রতিবন্ধী ফোরামের সভাপতি জাহেদুল ইসলাম প্রমুখ।
অপরদিকে কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নে দিবসটি পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার লাইভলীহুড আব্দুর রশিদ, সহকারী কারিগরি কর্মকর্তা লাইভলীহুড জহুরুল ইসলাম, সহকারী কারীগরি কর্মকর্তা নিউট্রিশন ইসরাত জাহান প্রমুখ।
কেকে/ এইচএস