সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেছেন, ফ্যাসিস্ট সরকারের ইন্ধনে সারাদেশে হামলা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার চেষ্টা হচ্ছে। তারই প্রতিফলন ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ন বরতলা মাঠে যুবদলের কর্মী সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, অন্তবর্তীকালীন সরকারের নির্বাচনে মধ্য দিয়ে আগামীতে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এছাড়া আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকবার কথা বলেন তিনি।
ভাকুর্তা ইউনিয়ন যুবদলের আহবায়ক আশরাফুল আলম সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমান উল্লাহ আমানের পুত্র ঢাকা জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইফরান ইবনে আমান অমি।
এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান ও ভাকুর্তা ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার হোসেন,কুর্তা ইউনিয়ন বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক মো: কদম ভুঁইয়া, তেঁতুল জোড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু আহমেদসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
কেকে/এইচএস