২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে পৌরশহরের শহিদ নুর ইসলাম চত্বর (বাহিরগোলা মসজিদ) থেকে একটি আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় সেখানে গিয়ে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিউজ্জামান রিয়াল, সদস্য সচিব হারুনর রশিদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আদনান আহমেদ রাজু, সদস্য সচিব আশরাফুল ইসলাম রায়হান, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল মিয়া প্রমূখ।
এসময় বক্তারা বলেন, মিথ্যাভাবে আওয়ামী লীগ সরকারের সাজানো একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। হাইকোর্ট সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠাতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। অবিলম্বে তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে সব মামলা প্রত্যাহার এবং বাংলাদেশে ফিরিয়ে আসার ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু তার দোসররা এখনো ষড়যন্ত্র করছে। ছাত্রদল সব ষড়াযন্ত্রের মোকাবিলা করতে প্রস্তুত।
কেকে/এইচএস