প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’। আল্লু অর্জুন অভিনীত এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। অগ্রিম টিকিট বিক্রির একদিনের মধ্যেই সিনেমাটি রেকর্ড সৃষ্টি করেছে। মুক্তির মাত্র দুদিন আগে, ৫ ডিসেম্বর ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তির দিন থেকেই ১০ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে, যা আগের ব্লকবাস্টার সিনেমাগুলোর রেকর্ড ভেঙে দিয়েছে।
এখন পর্যন্ত এই সিনেমাটি অগ্রিম বুকিংয়ে প্রায় ৫০ কোটি টাকার ব্যবসা করেছে, যার মধ্যে তেলুগু, হিন্দি ও মালয়ালি ভাষায় আয় করেছে মোট ৩৫.৫৮ কোটি টাকা। সুকুমার পরিচালিত এই ছবির তেলুগু ভাষায় প্রি-বুকিং হয়েছে ১৭.১৬ কোটি টাকার, হিন্দি ভাষায় আয় ১২ কোটি টাকা, আর মালয়ালি ভাষায় আয় হয়েছে ১.০২ কোটি টাকা।
‘পুষ্পা ২: দ্য রুল’ ইতিমধ্যেই ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘বাহুবলী ২’, এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড ভেঙে নতুন মাইলফলক সৃষ্টি করেছে। ছবিটির মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং উত্তেজনা তৈরি হয়েছে, যা প্রেক্ষাগৃহে ছবির সাফল্যের দিকে ইঙ্গিত করছে।
কেকে/এএইচ