বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকলেও মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ছাত্রদলের একটি অংশ প্রকাশ্যেই মিছিল করেছে। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।
দুপুর ৩টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে থেকে শুরু হওয়া মিছিলের নেতৃত্ব দেন ছাত্রদল নেতা শান্ত ইসলাম আরিফ। এ বিষয়ে তিনি বলেন, আমরা আমাদের সাংবিধানিক অধিকার চাইতেই পারি। এই মিছিলে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নিয়েছে। রাজনীতি নিষিদ্ধ থাকলেও এখন ক্যাম্পাসে অনেক কিছুই চলছে। তাছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও রাজনৈতিক দলের মতো কাজ করছে। সবার আগে আমার দেশ, তাই এটি আমাদের অধিকার।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ.টি.এম. রফিকুল ইসলাম বলেন, আমি বিষয়টি সম্পর্কে আগে অবগত ছিলাম না। এখনই শুনলাম। বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ থাকার পরও এটি করা ঠিক হয়নি। তবে কী ব্যবস্থা নেওয়া হবে, তা তদন্তের পর সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, ৮৫তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, ও কর্মচারীরা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না।
কেকে/এএম