ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলা ও ফেনীর বিলোনীয়া স্থলবন্দর এলাকায় বাংলাদেশ বিরোধী স্লোগানের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ফেনী শহরের বড় মসজিদ প্রাঙ্গণে বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ মিছিল শুরু করে। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্ত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ভারত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত এবং তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি প্রদান করেছে। বক্তারা জানান, বাংলাদেশের ছাত্র জনতা এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক আনোয়ার পাটোয়ারীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
কেকে/এএম