মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৪৫ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে এসআই মাহমুদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডের সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ওসি আবুল কাশেম সরকার জানান, আটককৃত জাহাঙ্গীর মিয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের মওদ আলির ছেলে। তিনি বাল্লা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে মৌলভীবাজারে বিক্রির উদ্দেশ্যে আনছিলেন।
জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কেকে/এএম