জাতীয় পতাকা অবমাননা, মসজিদ ভাঙচুর ও চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সুবর্ণচরের উপজেলা শাখার নেতাকর্মীরা।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে।
বক্তারা আরও বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক না কেন, অতিদ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। তা-না হলে দেশব্যাপী আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবো। মানববন্ধন থেকে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে দ্রুত নিষিদ্ধ ও বাংলাদেশে ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি করেন বক্তারা।
সমাবেশে হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মোসাদ্দেকুল মাওলার সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন হেফাজতে ইসলাম সুবর্ণচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোবাসসিরুল বারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুদ্দিন সজিব, সিনিয়র নায়েবে আমির মুফতি ওমর ফারুক, নায়েবে আমির মাওলানা ইসহাক আশ্রাফী প্রমুখ।
কেকে/এএম