বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ জনগণের নিকট পৌছেঁ দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জুয়েল দলীয় নেতাকর্মী নিয়ে লিফলেট বিতরণ করেছেন।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার কাইটাইল ইউনিয়নের বয়রালা ব্রিজের পাশ্বে দলীয় নেতাকর্মী উপস্থিতে এ কর্মসূচী শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মশুরুর রহমান মশু, সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন রিপন, সাবেক সহ- সভাপতি আব্দুল্লাহ আল- মামুন রনি, সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, মনজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈকত, নেত্রকোণা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব তানবির ইসলাম রাজন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সাবেক উপজেলা যুবদলের সভাপতি সাইফ উদ্দিন আহমদ সেকুল, সাবেক সেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান মিল্কী, সাবেক বিএনপি সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা সাবেক অর্থ সম্পাদক ফিরোজ মিয়া, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কেকে/ এইচএস