রবিবার, ১৬ মার্চ ২০২৫,
২ চৈত্র ১৪৩১
বাংলা English

রবিবার, ১৬ মার্চ ২০২৫
শিরোনাম: রায়ে সন্তুষ্ট, তবে দ্রুত কার্যকরের প্রত্যাশা আবরারের বাবার      ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনকে সাহায্য করতে চায়: সিইসি      সৌদিতে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল জ্যোতির্বিজ্ঞানীরা       আবরার হত্যা: ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল      ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ২৪      চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব      ঈদ ঘিরে সক্রিয় জাল টাকার কারবারিরা      
গ্রামবাংলা
প্রতারকের খপ্পরে পড়ে কাঁদছে প্রবাসীর স্ত্রী-সন্তান
তোফায়েল হোসেন জাকির, সাদুল্লাপুর (গাইবান্ধা)
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৩:৩৮ পিএম  (ভিজিটর : ১৮৯)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রেজাউল শেখ নামের ব্যক্তির মাধ্যমে সৌদিতে গিয়ে রুবেল মিয়া নামের এক যুবক প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। আকামা না থাকায় দীর্ঘদিন ধরে কর্মহীন হওয়ার একপর্যায়ে কাজ করতে গিয়ে একটি কোম্পানির মামলায় পড়েছেন রুবেল মিয়া। এ পরিস্থিতিতে বাড়িতে খেয়ে না খেয়ে কাঁদছে তার পরিবারের সদস্যরা।
 
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামে গিয়ে দেখা গেছে প্রবাসী রুবেল মিয়ার মা ও স্ত্রী-সন্তানের আহাজারির দৃশ্য। ঘটনার বিস্তারিত জানতে চাইলে হাউমাউ করে কেদে ওঠেন তারা। এ বিষয়ে সম্প্রতি থানায় ও সেনা ক্যাম্পে অভিযোগ দাখিল করেছেন বলে জানায় ভুক্তভোগি রুবেলের স্ত্রী মিনারা বেগম।
 
দাখিলকৃত অভিযোগ সুত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামের ছফিয়াল শেখের ছেলে রেজাউল শেখ একই গ্রামের মৃত মোন্তাজ মিয়ার ছেলে রুরেল মিয়াকে সৌদি আরবে যাওয়ার জন্য প্রলোভন দেন। এরই একপর্যায়ে রুবেল মিয়া ধারদেনা করে রেজাউল শেখকে চার লাখ টাকা প্রদান করেন। এরপর প্রাথমিক প্রক্রিয়া শেষে রেজাউল শেখ তার সৌদি প্রবাসী সমন্ধি কামাল মিয়ার কাছে পাঠান। আকামা ছাড়াই সেখানে গিয়ে কর্মহীন হয়ে পড়েন রুবেল। এরপর জীবিকার তাগিদে বিভিন্ন কৌশলে একাধিক কোম্পানি কাজ নিয়েও তা স্থায়ী হয়নি। উল্টো রেজাউল শেখ ও কামাল মিয়ার কারসাজিতে একটি কোম্পানির মামলায় পড়েন রুবেল মিয়া। এসব ঘটনার শিকার হয়ে সৌদিতে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। বিদ্যমান পরিস্থিতিতে রুবেল মিয়াসহ তার স্ত্রী-সন্তানেরা চরম দুশ্চিন্তায় পড়েছেন বলে জানা গেছে।
 
এসব তথ্য নিশ্চিত করে ভুক্তভোগী রুবেল মিয়ার স্ত্রী মিনারা বেগম বলেন, আমরা অত্যান্ত গরীব মানুষ। বিভিন্ন স্থানে দাদনের টাকা নিয়ে রেজাউল শেখকে চার লাখ টাকা দিয়েছি। আমাদের সরলতার সুযোগ নিয়ে রেজাউল শেখ ও তার সমন্ধি কামাল মিয়া আমার স্বামীকে সৌদিতে নিয়ে গিয়ে প্রতারণা করেছে। এ ঘটনায় সাদুল্লাপুর থানা ও গাইবান্ধা সেনা ক্যাম্পে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি।

অভিযুক্ত রেজাউল শেখ বলেন, চার লাখ টাকা নিয়ে বৈধভাবে রুবেল শেখকে সৌদিতে পাঠিয়েছি। সেখানে তিনি কর্ম করতে না পারলে এ জন্য আমি দায়ি না। রুবেলের সঙ্গে কোন ধরণের প্রতারণা করিনি।

সাদুল্লাপুর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, বাদির অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে যাওয়া হয়। বিষয়টি আরও খতিয়ে দেখা হবে।

কেকে/এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
নারায়ণগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযুক্ত প্রধান আসামি গ্রেফতার
আছিয়ার বাবা-মা যেন অপরাধীর ফাঁসি দেখতে পারেন: আফরোজা আব্বাস
রায়ে সন্তুষ্ট, তবে দ্রুত কার্যকরের প্রত্যাশা আবরারের বাবার
৮ বছর বেতন-ভাতা পান না সহকারী লাইব্রেরিয়ান

সর্বাধিক পঠিত

মতলব উত্তরে ১০ ইউনিয়নে শ্রমিক দলের কমিটি গঠন
বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল
মসজিদের চিলেকোঠায় শিশুকে বলাৎকারের অভিযোগ
লালপুরে সেই স্কুলছাত্রীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল
বিপুল পরিমান ইয়াবাসহ মাদক সম্রাট বাবু গ্রেফতার

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close