বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, আমরা অচিরেই জাতীয় নির্বাচন এর রুপরেখা চাচ্ছি। নির্বাচিত সরকারের মাধ্যমেই খুনি হাসিনার কাছে স্পষ্ট বার্তা যাবে। রুপরেখা দানের মাধ্যমেই বর্তমান পরিস্থিতি ৮০ শতাংশ নিরসন হবে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত ‘বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জবি সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর।
রাকিবুল ইসলাম বলেন, যারা আজও প্রতিবিপ্লবের স্বপ্ন দেখে সোস্যাল মিডিয়ায় অপপ্রচারে লিপ্ত তাদের সংস্কার করা হচ্ছে না কেনো। সরকারের দায়িত্ব হলো ছাত্রদের পড়ালেখা নিশ্চিত করা। যদি কোথাও বিশৃঙ্খলা সষ্টি হয় তাহলে সেখানে ছাত্রদের কেনো যেতে হবে।
ছাত্রদল সভাপতি বলেন, ২০০৫ সালের ২০ অক্টোবর প্রতিষ্ঠিত পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে আজকের এই ছাত্র ঐক্য প্রচেষ্টার মিলনমেলায় বলতে চাই, জগন্নাথ যতদিন থাকবে বিশ্বজিত থেকে সাজিদ সকলকে মনে রেখেই চলতে হবে।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এই জাতি যতদিন টিকে থাকবে, ততদিন জুলাই অভ্যুত্থানের কথা স্মরণীয় হয়ে থাকবে। এই বিজয় যেন চিরঞ্জীব থাকে, সেই দোয়াই আল্লাহ তায়ালার কাছে করছি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
কেকে/এমআই