কক্সবাজারের চকরিয়ায় দুটি হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি বেলাল হোছাইন প্রকাশ ‘ডাকাত বেলাল ’ কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) রাত সাতটার দিকে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ ইদ্রিছের নেতৃত্বে সঙ্গীয় পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেন।
গ্রেফতার ও অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ ইদ্রিছ।
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি বেলাল হোছাইনের বিরুদ্ধে দুটি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
আসামি বেলাল হোছাইন উপজেলার কোনাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুরুত্যাখালী এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।
স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, ১৯৯৪ সালে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের আলোচিত আরডি হত্যা মামলা, ১৯৯৩ সালের ওসমান হত্যা মামলা ও ২০০৪ সালের নবী হোছাইন হত্যা মামলার এজাহারনামীয় আসামি গ্রেফতারকৃত বেলাল ডাকাত। এছাড়া তার বিরুদ্ধে চট্টগ্রামের চন্দনাইশ থানায় একটি অস্ত্র ও ডাকাতি মামলাসহ বিভিন্ন ঘটনায় আরও চারটি মামলা রয়েছে।
মাতামুহুরী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মোহাম্মদ ইদ্রিছ বলেন, গ্রেফতারকৃত বেলাল হোছাইনকে রাতে পুলিশ তদন্তকেন্দ্র থেকে চকরিয়া থানায় প্রেরণ করা হয়েছে।
কেকে/এমএস