কিংস্টন টেস্টে বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার। আইসিসির কোড অব কন্ডাক্ট বঙ্গ করে সাজা পেয়েছেন দুই ক্যারিবিয়ান ক্রিকেটার জেডন সিলস এবং কেভিন সিনক্লেইর। দুইজনকেই জরিমানা করেছে আইসিসি।
কিংস্টন টেস্টে ক্যারিবীয় এই দুই ক্রিকেটারের আচরণই ছিল আক্রমণাত্মক। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে উইকেট শিকার করে টাইগার ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করে আগ্রাসী উদযাপন করেছিলেন সিলস। এখানে খেলার স্পিরিটের বিরুদ্ধে যায় এমন কাজ করেছেন এই পেসার। সাজা হিসেবে ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে সিলসের নামের পাশে।
অন্যদিকে সিনক্লেইর ভেঙেছেন আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৪ ধারা। যেখানে মাঠে থাকা আম্পায়ারের নির্দেশ অমান্য করলে শাস্তির বিধান রয়েছে। ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে সিনক্লেইরকে। সেই সঙ্গে জুটেছে ১ ডিমেরিট পয়েন্ট। সিলস এবং সিনক্লেইর দুইজনই ২৪ মাসের মধ্যে এটি প্রথম ডিমেরিট পয়েন্ট। এই দুই ক্যারিবীয় ক্রিকেটারই লেভেল ওয়ান পর্যায়ের আচরণবিধি ভেঙেছেন।
কিংস্টন টেস্টে বাংলাদেশের ১০১ রানে জয়ের এই ম্যাচে মাঠে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন কুমার ধর্মসেনা ও আসিফ ইয়াকুব। তৃতীয় আম্পায়ার ছিলেন নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে ছিলেন জাহিদ ব্যাসারাথ। তাঁরা সিলস ও সিনক্লেয়ারের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ করেন।