নোয়াখালীতে কঠোর স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে মাত্র ১৫০ টাকার বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন ৯১ তরুণ-তরুণী।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মো. মনিরুল হক হলে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
এসময় নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুক এ ফলাফল ঘোষণা করেন। চূড়ান্তভাবে নির্বাচিত ৯১ জনকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
সুপারিশ বা হয়রানি ছাড়াই ১৫০ টাকায় চাকরি পেয়ে খুশিতে আত্মহারা শিমলা আক্তার। আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘চাকরি পেয়ে আমি এবং আমার পরিবার অত্যন্ত খুশি। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে পড়িয়েছেন। আমি পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড়। আমার বাবা পেশায় গাড়ি চালক এবং ঢাকায় কর্মরত।
এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার আব্দুল্লাহ্-আল-ফারুক বলেন, আমরা ১০০% মেধার ভিত্তিতে এ নিয়োগ সম্পন্ন করেছি। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার মাধ্যমে আমরা দেশের সেরা যোগ্যতা সম্পন্নদের পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করতে পেরেছি। আশা করি, এই তরুণ-তরুণীরা সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন।
সুত্রে জানা যায়, এ প্রক্রিয়ায় মোট ৩৪১১ জন আবেদন করেন। তাদের মধ্যে ২৫২১ জন প্রাথমিক পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৫৯৩ জন এবং ভাইভা পরীক্ষার পর চূড়ান্তভাবে ৯১ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এ ছাড়া ১৭ জনকে অপেক্ষমাণ রাখা হয়েছে।
কেকে/এমআই