রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: দুষ্কৃতকারীরা জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: র‍্যাব      গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বিভক্ত দায়িত্বশীলরা      ডেভিল হান্টের মধ্যেও সক্রিয় অপরাধীরা      মাইকিং করে চাঁদা চেয়ে বহিষ্কার হলেন সেই যুবদল নেতা      বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ      এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন       দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি: তারেক রহমান      
প্রিয় ক্যাম্পাস
মাদক ব্যবসায় জড়িত থাকায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীসহ দুইজনকে পুলিশে সোপর্দ
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৯ এএম  (ভিজিটর : ৯২)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় ফার্মেসি বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ আবু হেনা এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার কর্মচারী কালুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে প্রক্টরিয়াল বডি।

বুধবার (৪ ডিসেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে তাদের আটক করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরবর্তীতে যথাযথ আইনি পদক্ষেপের জন্য তাদেরকে পুলিশের কাছে সোর্পদ করা হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত করার লক্ষ্যে নিয়মিত টহল দেওয়ার সময় এক মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। তার কাছে ক্যাম্পাসে মাদকের প্রধান সরবরাহকারীর বিষয়ে জিজ্ঞেস করলে সে আবু হেনা ও কালুর বিষয়ে বলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবু হেনা ও ক্যাফেটেরিয়ার কর্মচারী কালুকে গ্রেফতার করা হয়।

এই বিষয়ে জানার জন্য প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবের সাথে যোগাযোগ করলে তিনি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে যোগাযোগ করতে বলেন। একই সাথে তিনি বলেন, এখন থেকে এই সকল বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে অফিসিয়ালি বক্তব্য দিবেন। আপনারা তাদের কাছ থেকে বক্তব্য নিবেন।

তাদের পুলিশে সোপর্দের বিষয়ে জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম বলেন, ‘প্রথমে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার তথ্যের ভিত্তিতে ফার্মেসী বিভাগের শিক্ষার্থী আবু হেনা এবং ক্যাফেটেরিয়ার কর্মচারী কালুকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে সোপর্দ করা হয়েছে’।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর মাদক বিরোধী একটি সেমিনার অনুষ্ঠিত হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরসহ অনকেই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থার কথা স্পষ্ট করে। সেই সাথে মাদকের সাথে সংশ্লিষ্ট সকলকে শাস্তির আওতায় আনার কথা উল্লেখ করেন। তারই অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  গোপালগঞ্জ   বশেমুরবিপ্রবি   মাদক ব্যবসা   পুলিশে সোপর্দ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দুষ্কৃতকারীরা জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: র‍্যাব
গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বিভক্ত দায়িত্বশীলরা
ডেভিল হান্টের মধ্যেও সক্রিয় অপরাধীরা
মাইকিং করে চাঁদা চেয়ে বহিষ্কার হলেন সেই যুবদল নেতা
সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক শহিদ আবু সাঈদ: মাহমুদুর রহমান

সর্বাধিক পঠিত

বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
মৌলভীবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝