ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ ও আব্দুল খালেক নামে দুই ভুট্টা ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের চাপোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকন্দপুর এলাকার এবং আব্দুল খালেক একই উপজেলার তের মাইল গড়েয়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, বুধবার রাতে হারুন অর রশিদ ও আব্দুল খালেক নামে ২ ভুট্টা ব্যবসায়ী মোটরসাইকেল যোগে পীরগঞ্জ থেকে বীরগঞ্জে যাওয়ার পথে উপজেলার চাপোড় নামক এলাকায় একটি মহেন্দ্র ট্রাক্টর ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তারা গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশিদকে মৃত ঘোষণা করেন। আব্দুল খালেকের অবস্থা বেগতিক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। তারা ধান ও ভুট্টা ব্যবসায়ী বলে জানা গেছে। ঘাতক ট্রাক্টরটি আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
কেকে/এমআই