ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রুপগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকের সংখ্যা ৫৪৩৪৮ জন। ভবিষ্যতে এর সংখ্যা ৬৫ হাজারের উন্নতি করার হবে। সকল দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকেরা সর্বদা তৎপর ধাকে। ফায়ার সার্ভিস সব সময় বন্ধুর মত মানুষের সেবা করে আসছে। বন্যা ভুমিকম্প মোকাবেলা সরকারের একা সম্ভব না, ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোপরি দেশ ও জাতির স্বার্থে ফায়ার সার্ভিস সব সময় প্রস্তুত আছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রসঙ্গে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত’।
তিনি আরও বলেন, আমাদের সার্বভৌমত্ব কোন হুমকির মুখে নেই। সবাইকে একযোগে অপপ্রচারের বিরুদ্ধে মিডিয়ায় প্রচারণার মাধ্যমে প্রতিবাদ করতে হবে।
কেকে/এমএস