একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজধানীর উত্তর সিটির ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ফোরকান হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব -২। বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে র্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সাবেক এই কাউন্সিলরের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর সহ বিভিন্ন থানায় হত্যা মামলা হয়েছে।
তিনি বলেন, বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সাবেক এই কাউন্সিলর ফোরকান হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।
গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে সংসদ সদস্য থেকে শুরু করে কাউন্সিলররা পর্যন্ত পালিয়ে যায়। পর্যায়ে ক্রমে আইনশৃঙ্খলার হাতে গ্রেফতারও হচ্ছে অনেকে। আওয়ামী লীগ সরকারের আমলে আগারগাঁও এলাকার কাউন্সিলর ফোরকান ও তার ভাই আসাদের একক নিয়ন্ত্রণে ছিলো বলে জানান স্থানীয়রা।
তাদের বিরুদ্ধে মাঝেমধ্যেই গণমাধ্যমে অপরাধ বিষয় খবর প্রকাশ হলে সেসময় আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ফোরকান ও আসাদের বিরুদ্ধে। তাদের নিয়ন্ত্রণে ছিলো পুরো আগারগাঁও এলাকা, চাঁদাবাজ জমি দখল, হাসপাতাল সিন্ডিকেট থেকে শুরু করে পুরো এলাকা ছিলো দখলে।
কেকে/এআর