চট্টগ্রামের মিরসরাই সদরের দারুল কুরআন মাদরাসায় কৃতি ছাত্র সংবর্ধনা, দস্তারবন্দি এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) পৌরসভার পূর্ব গোভানিয়ায় মাদরাসা প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাদরাসার পরিচালক মাওলানা ইলিয়াস নাঈম ও মুহতামিম মাওলানা মুহাম্মদ ইউসুফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিনসহ আরও অনেকে।
বক্তারা শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে ইসলামী শিক্ষার প্রসারের আহ্বান জানান।
রাতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান বক্তা মুফতি হারুন ইজহার বলেন, ইমানের সংকট দূর করে ইসলামের মূল আকিদা মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজন, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
কেকে/এএম