আবেগ ঘন পরিবেশে রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ তামান্না'র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা মাল্টিপারপাস হল রুমে অফিসার্স ক্লাবের আয়োজনে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মিসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।সভায় বক্তারা ইউএনও’র ব্যতিক্রম সব কাজের প্রশংসা করেন।
ইউএনও নাহিদ তামান্না বলেন, উত্তরবঙ্গের মধ্যে গঙ্গাচড়া উপজেলার মানুষ অত্যন্ত সহজ-সরল। এখানকার মানুষ খুবই আন্তরিক। আর এখানকার রাজনৈতিক পরিবেশ আরও ভালো। তিস্তা পাড়ের মানুষের জীবন, জীবিকা আমার পেশাগত জীবনে ভাবনার খোরাক জুগিয়েছে। সরকারি এবং বেসরকারি উদ্যোগে অর্থনৈতিক কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি এখানে অনেক গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন, সে কারণে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় । ইউএনও নাহিদ তামান্না দায়িত্ব পালনকালে তাঁর কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের গুণে তিনি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধব নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হন।
তিনি গঙ্গাচড়া থেকে বিদায় নিয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্টে এক্সিকিউটিভ অফিসার হিসেবে যোগদান করবেন।
পরে একই স্থানে গঙ্গাচড়া উপজেলা সাংবাদিক সমাজ ইউএনও'কে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
কেকে/এইচএস