যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুরা ভাল থাকলেও ভারত প্রোপাগান্ডা সরিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছে। অথচ, খোদ ভারতেই মুসলমানরা নির্যাতিত হচ্ছেন।
তিনি বলেন, ভারতের কোনো প্রতিবেশী বন্ধু নেই। শুধুমাত্র আওয়ামী লীগকেই তারা দাসে পরিনত করতে পেরেছে। বিনিময়ে বিনা ভোটে আওয়ামী সরকারের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে ভারত প্রত্যক্ষভাবে কাজ করেছে। তাদের আজ্ঞাবহ আওয়ামী স্বৈরশাসকের পতন হবার পর বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে দেশকে অস্থিতিশীল করে তাদের দাস আওয়ামী লীগকে তারা আবারও ক্ষমতায় আনতে চায়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আদাবরের শেখেরটেকে যুবদল ঢাকা মহানগর উত্তরের আদাবর থানার ১০০ নম্বর ওয়ার্ডের এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
জুয়েল বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত। আমরা বাঙালি জাতি ভাষার জন্য জীবন দিতে জানি। গণতন্ত্রের জন্য শহীদ হতে জানি।
তিনি বলেন, সাম্প্রতিক সব ঘটনার মূল হোতা হলেন শেখ হাসিনা। বাংলাদেশকে অস্থিতিশীল করছে। সে দেশের গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করে দিয়েছিল; আবার যখন বাংলাদেশে ছাত্র-জনতার রক্ত দেওয়া সরকার এসেছে- যারা বাংলাদেশের প্রত্যাশা পূরণ করবে সেই মূহুর্তে বাংলাদেশে বিতর্কিত চিন্ময়ের পক্ষ অবলম্বন করে মানুষের দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছেন আপনি (শেখ হাসিন)।
১০০ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক রাসেল মিয়ার সভাপতিত্বে সদস্য সচিব মোস্তফা গাজী দুদুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু প্রমুখ।
কেকে/এইচএস