ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, নতুন বছরে যথাসময়ে দেশের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিতে আন্তরিকভাবে কাজ করছে সরকার।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে মানিকগঞ্জ জেলার সিংগাইরে আনন্দ প্রিন্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে সময়মত নতুন বই তুলে দেয়া একটি চ্যালেঞ্জিং বিষয়, তবে সরকার এ ব্যাপারে খুবই আন্তরিক যাতে বছরের শুরুতেই শিক্ষার্থীরা তাদের নতুন বই হাতে পায়।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে পাঠ্যপুস্তক ছাপাতে যাতে কোন বিঘ্ন না ঘটে, সেই লক্ষ্যে আমি এই ছাপাখানা পরিদর্শন করতে এসেছি।
ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, সরকার আশাবাদী যাতে জানুয়ারীর ১ তারিখেই দেশের শিক্ষার্থীরা তাদের নতুন বই হাতে পায়, সেই লক্ষ্যেই আন্তরিকভাবে কাজ করছে সরকার।
কেকে/এএম