৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে আগের দিন, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্বলন করা হয়।
এ সময় মোমবাতির আলো প্রজ্বলন ও পৌর এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার ফলে পৌর মুক্তমঞ্চটি আলোকিত হয়ে ওঠে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাখাওয়াত হোসেন স্বাধীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভিন রুহি। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ জামশেদ শাহ, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. এ.এইচ মামুন ভূঁইয়া, এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহসীন ভূঁইয়া প্রমুখ।
কেকে/এইচএস