মানিকগঞ্জ জেলার বিভিন্ন অফিস-আদালত পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমেদ চৌধুরী।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ জেলা কার্যালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও কার্যালয় পরিদর্শন করেন। এছাড়া মানিকগঞ্জ শহিদ মিরাজ-তপন স্টেডিয়ামে প্রতিবন্ধীদের চিত্রাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।
এদিন সকালে সিঙ্গাইর উপজেলার পরিষদ পরিদর্শন করে উপজেলা চত্বরে বৃক্ষ রোপণ করেন বিভাগীয় কমিশনার। পরে সিঙ্গাইর পৌরসভার ঋষিপাড়া এলাকার সরকারি পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রম (আনন্দ প্রিন্টার্স) পরিদর্শন করেন তিনি।
এসময় জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) নাজমুল হাসান,সহকারি কমিশনার (ভূমি) হাবিবুর রহমান, আনন্দ প্রিন্টার্সের ব্যবস্থাপনা পরিচালক রব্বানী জব্বার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
কেকে/এএম