সোনারগাঁ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বারদী ইউনিয়ন ৫নং ওয়ার্ডের বিএনপির ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁ বারদী ইউনিয়ন পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বারদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি ও বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আবদুর রহমান মুন্সী। প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব আলী আজগর।
এ সময় উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মেম্বার, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, বারদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন, বারদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ মাষ্টার, সহসভাপতি হাজী সাত্তার মেম্বার, সহসভাপতি করিম মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মেম্বার, ৫নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি ইমাম উদ্দীন প্রমুখ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন বারদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, এবং বিএনপির নেতা এডভোকেট সানাউল্লাহ ও জাকির হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলার মানুষের ভালোবাসার জন্য ৩১ দফা ঘোষণা করছে বিএনপি। বাংলার মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। কোনোদিন লুটপাট করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না। আমার অনুরোধ থাকবে, মানুষের ভালোবাসার মাধ্যমে ভোট অর্জন করে বিএনপিকে জয়যুক্ত করতে হবে।
কেকে/এএম