সিলেট-তামাবিল মহাসড়কে সেনাবাহিনীর অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৬১ বোতল ভারতীয় মদসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ২৭ বীর ল্যান্স কর্পোরাল মাসুদ এর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা সিলেট-তামাবিল সড়কের চেকপোস্টে একটি মিনি ট্রাককে সন্দেহজনকভাবে থামান। চালক ট্রাক রেখে দ্রুত পালিয়ে গেলে, সেনা সদস্যরা ট্রাকটি তল্লাশি করেন।
তল্লাশি করার সময় ট্রাকের ভিতর প্লাস্টিকের বস্তায় রাখা ছিল ৩৭৫ মিলি'র ২০ বোতল রয়্যাল স্ট্যাগ, ৭৫০ মিলি'র ১০ বোতল রয়্যাল স্ট্যাগ ৭৫০ মিলি'র ১১ বোতল ইম্পেরিয়াল ব্লু এবং ৩৭৫ মিলি'র ২০ বোতল মেক ডয়েলস ব্র্যান্ডের মদ। এভাবে মোট ৬১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। সেনাবাহিনী দ্রুত জৈন্তাপুর থানাকে জানালে, পুলিশ ঘটনাস্থলে এসে মদসহ মিনি ট্রাকটি তাদের হস্তান্তর করে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বদরুজ্জামান জানান, সেনা বাহিনীর এই অভিযানে উদ্ধারকৃত মদসহ ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ বর্তমানে মাদক কারবারীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এটি একটি সফল অভিযান বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। তাঁরা বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম