নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি তিমি।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার কাঠালিয়া এলাকায় মেঘনা নদীতে তিমিটি অবমুক্ত করা হয়।
এর আগে, সকালে উপজেলার চর আতাউরের ডুবোচরে তিমিটি দেখতে পায় স্থানীয়রা। ওই সময় চরে বিশাল তিমি ভেসে আসার খবর পেয়ে সাধারণ লোকজন ভিড় জমায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দিবাগত রাতে জোয়ারের পানিতে তিমি মাছটি উপজেলার চর আতাউরের ডুবোচরে ভেসে আসে। সকালে স্থানীয় জেলেরা দেখতে পান কাদা পানিতে প্রায় ৪০ মণ ওজনের তিমি আটকে আছে। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে এসে জেলেদের সহযোগিতায় তিমিটি উদ্ধার করে মেঘনা নদীতে ছেড়ে দেয়। বারবার নদীতে নামিয়ে দেওয়ার পরেও তিমিটি তীরের দিকে চলে আসে, পরে গভীর পানিতে নিয়ে তিমিটি অবমুক্ত করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তিমিটি জীবিত অবস্থায় ছিল, তবে লেজের দিকে কিছুটা আহত ছিল। ধারণা করা হচ্ছে, দলছুট হয়ে ছোট নদীতে এসে আটকা পড়ে।
কেকে/এএম