পাবনার আটঘরিয়া উপজেলার নবাগত ইউএনও মিনহাজুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এ সংবর্ধনা আয়োজন করা হয়।
আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান অনুষ্ঠানে বক্তব্য দেন। সঞ্চালনায় ছিলেন কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান।
এছাড়া, সারুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম রবি, পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব হোসেন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিনসহ অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
কেকে/এএম