পঞ্চগড়ে চলতি মৌসুমের দ্বিতীয়বারের মতো ঘন কুয়াশা পড়ছে। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। অনুভূত হচ্ছে তীব্র শীত। শুক্রবার (০৬ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড় জেলার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
এ সময়েও ব্যস্ততম সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায় বিভিন্ন যানবাহনকে। উঁকি দেয়নি সূর্য। সকাল সকাল শীতের অনুভূতি একটু বেশি থাকলেও বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে ঠান্ডার পরিমাণ কিছুটা কমতে শুরু করে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, ৩০ নভেম্বর সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ০১ ডিসেম্বর সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি, ০২ ডিসেম্বর সকাল ৯টায় ১০ দশমিক ৯ ডিগ্রি, ০৩ ডিসেম্বর সকাল ৯টায় ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
০৪ ডিসেম্বর সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ০৫ ডিসেম্বর সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, দিনের তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রির মধ্যে থাকলেও সন্ধ্যার পর থেকে সকাল ৯টায় পর্যন্ত তাপমাত্রা কমে ১২ ডিগ্রির ঘরে দাঁড়াচ্ছে। সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে রাতে।
তিনি বলেন, শুক্রবার জেলায় দেখা দিয়েছে ঘন কুয়াশা। দিন ও রাতের তাপমাত্রাও কমে আসতে শুরু করেছে। আগামী কয়েকদিনের মধ্যে শীতের তীব্রতা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
কেকে/এআর