শনিবার, ২৯ মার্চ ২০২৫,
১৫ চৈত্র ১৪৩১
বাংলা English

শনিবার, ২৯ মার্চ ২০২৫
শিরোনাম: ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার      রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      গজারিয়ায় প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে ছিনতাই      ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি      আজ পবিত্র জুমাতুল বিদা      ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪০, লেবাননে ৬       চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ড. ইউনূসের বৈঠক       
গ্রামবাংলা
ভারত বন্ধুরাষ্ট্র বললেও বন্ধুর কোনো পরিচয়ই দিতে পারে নাই: চরমোনাই পীর
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৫ এএম  (ভিজিটর : ১৫১)
মাদারীপুরে গণসমাবেশে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। ছবি: সংগৃহীত

মাদারীপুরে গণসমাবেশে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। ছবি: সংগৃহীত

চলমান ইস্যু নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ‘বাংলাদেশকে নিয়ে যদি কোন ষড়যন্ত্র করে থাকেন, তাহলে এ দেশের মানুষ সেই বিষদাঁত ভেঙ্গে দেয়ার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে। শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত বন্ধু রাষ্ট্র বললেও এখনও তারা বন্ধুর কোনো পরিচয়ই দিতে পারে নাই।’

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মাদারীপুর শহরের শকুনি লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর আরো বলেন, ‘সবাইকে সর্তক থাকতে হবে। আমাদের দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ যারা করেছে তাদের দলের বড় নেতারা কর্মীদের ফেলে পালিয়েছে। এমন নেতাদের পেছনে নেমে বার বার জীবনকে ধ্বংস করবেন না, এদের মাধ্যমে আমাদের দেশে বার বার অশান্তি তৈরী করবে। আর আমরা একটা গোলামী রাষ্ট্র হিসেবে বসবাস করবো, এটা হতে পারে না। ১৯৭১ সালের দেশ স্বাধীন করার জন্য এ দেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন। গত ৫ আগস্টও আপনারা দেখেছেন। এ দেশ আমার ও আমাদের। এ দেশ রক্ষার জন্য যদি প্রয়োজন হয়, রক্ত দিবো, জান দিবো। দেশ রক্ষার জন্য রাজপথে নামবো, এতে কোন সন্দেহ নাই।’

বাংলাদেশের সব শ্রেণির মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘ইসলামিক দলগুলো একত্রিত হওয়ার ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। বার বার আমাদের ব্যবহার করা হয়েছে, বার বার আমরা পরগাছা হিসেবে ব্যবহার হয়েছি। আর কখনই আমরা পরগাছা হতে চাই না। বাংলার জমিনে ভোট ভিক্ষা চেয়ে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নেয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। যারাই বার বার ক্ষমতায় গিয়েছে ওরা মানুষ নয়। ওদের কাছে জানের কোন মায়া নেই, তাই রাস্তায় নামলেই গুম করেছে আয়নাঘরে নিয়ে। খুন করেছে, মায়ের কোল খালিও করেছে। আবার ক্ষমতায় আসতে পাশের রাষ্ট্র ভারতকে বিভিন্ন দিক থেকে ব্যবহার করে আমাদের দেশে অশান্তির আগুন দাউ দাউ করে জালাবার নীলনকশা নিয়ে কাজ করছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি হাজি আজিজুল হক মল্লিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আল-আমিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা এস এম আজিজুল হকসহ অনেকেই।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   ইসলামী আন্দোলন বাংলাদেশ   চরমোনাই পীর  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সীতাকুণ্ডে নাসির উদ্দিন হত্যা মামলায় গ্রেফতার ৪
চীন সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা
পাটুরিয়ায় ভোগান্তি ছাড়াই যাত্রী ও যানবাহন পারাপার
মসজিদের ছাদ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার

সর্বাধিক পঠিত

একাত্তরের ন্যায় ২৪ যোদ্ধারাও পাবে সকল সুবিধা: সেগুন
অন্তবর্তী সরকার ষড়যন্ত্রকে উপেক্ষা করে নির্বাচন দিতে বাধ্য: সামসুদ্দিন ঝুনু
সিলেটে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১৭ জন গ্রেফতার
সোনাগাজীতে ভাড়াটিয়া কর্তৃক মালিক পক্ষকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-২: ফাইনাল মহারণ ৫ এপ্রিল

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close