ইসলামপুর পলবান্ধা কৃষক দলের বিনামূল্যে ধান বীজ বিতরণ
ওসমান হারুনী, ইসলামপুর(জামালপুর)
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৪ পিএম (ভিজিটর : ১৫৭)
কৃষক দলের বিনামূল্যে ধান বীজ বিতরণ। ছবি: প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জামালপুরের ইসলামপুর পলবান্ধা ইউনিয়ন শাখার উদ্যোগে বিনামূল্যে কৃষি পণ্য ধানের বীজ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার সিরাজাবাদ বাজারে পলবান্ধা ইউনিয়ন শাখা কৃষক দলের আহব্বায়ক আহব্বায়ক মেছবাহুর রহমান ছানুর সভাপতিত্বে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর ও সাহিত্য বিষয়ক সম্পাদক আনোয়ার সরদার, উপজেলা বিএনপি সদস্য তৌহিদুল ইসলাম, সদস্য আদম আলী, পলবান্ধা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আলী ও পলবান্ধা ইউনিয়ন শাখা যুবদলের সাধারণ সম্পাদক কালামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এব্যাপারে স্হানীয় কৃষক দলের আহব্বায়ক মেছবাহুর রহমান ছানুসহ নেতৃবৃন্দ বলেন, পলবান্দা ইউনিয়নের সরকারি ভাবে ধান বীজ ৩৬০ প্যাকেট বরাদ্দ ছিল। সেই সব বরাদ্দ অনেক প্রকৃত কৃষকদের ভাগ্যে জুটেনি। তাই আমরা কৃষক দলের উদ্যোগে কিছু ধানবীজ ক্রয় করে ৫০টি প্যাকেট কৃষকদের মাঝে বিতরণ করি। সরকারি ভাবে কেউ কৃষিপণ্য না পেলে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
কেকে/এমএস