রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: পাহাড় খেকোদের ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের অনিহা       ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা      বাধ্যতামূলক অবসরে চার ডিআইজি      ভারতে বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান      বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল      ভারতের দিকে তাকিয়ে আ.লীগ নেতারা      কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন না করতে পুলিশ সদস্যদের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার      
গ্রামবাংলা
সাংবাদিক সুকান্ত সেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা
এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ২:৪৫ পিএম  (ভিজিটর : ১১৩)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে করোনাযোদ্ধা সাংবাদিক, আরটিভি'র স্টাফ রিপোর্টার ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক সুকান্ত সেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে প্রেসক্লাবের হলরুমে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসানের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না সঞ্চালনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্য জাকিরুল ইসলাম সান্টু, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, সিনিয়র সাংবাদিক আইয়ুব আলী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হীরক গুন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা  রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক, ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক শেখ মো: এনামুল হক, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম আলমগীর কবির, কার্যনির্বাহী সদস্য সোহাগ হাসান জয়, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দীন আহমেদ, আমিনুল ইসলাম, জিন্নাহ ফারুক, সুজন সরকার প্রমুখ। 

স্মরণ সভায় বক্তারা বলেন, সৃষ্টিকর্তার কাছে প্রিয় সহকর্মী সুকান্ত সেনের আত্মার শান্তি কামনা করি। সিরাজগঞ্জের সাংবাদিকতায় রেখে গেছেন তার অসংখ্য ভালোবাসার মানুষ এবং শুভাকাঙ্ক্ষী। তিনি করোনা কালীন  সংবাদ সংগ্রহের জন্য সর্বোচ্চ ঝুঁকি নিয়ে একপর্যায়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। প্রিয় সুকান্ত সেন আমাদের জন্য রেখে গেছেন অনেক স্মৃতি, মায়া মমতা ও ভালবাসা। ঐতিহ্যবাহী  সিরাজগঞ্জ প্রেসক্লাবের দীর্ঘদিন সফলতার সাথে নেতৃত্বে দিয়েছে। বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল আর টিভির স্টাফ রিপোর্টার হিসেবে সিরাজগঞ্জের সর্ব মহলে সুনাম বয়ে এনেছেন।

স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র  সদস্য মৌলভী নজরুল ইসলাম, প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক সাজেদুল ইসলাম মিলন, ছাম্মি আহমেদ আজমীর, হোসেন আলী ছোট্ট, আশরাফুল ইসলাম জয়,  রাকিবুল ইসলাম, ইউসুফ–উ–জ্জামান ইমরান, শুভ কুমার ঘোষ, মাসুদ রানাসহ সিরাজগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

স্মরণ সভা শুরুর আগেই সুকান্ত সেন স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  সুকান্ত সেন   স্মরণ সভা    করোনাযোদ্ধা সাংবাদিক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিদ্যালয়ে না যেয়েও সুবিধা ভোগের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
অপারেশন ডেভিল হান্টে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
পাহাড় খেকোদের ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের অনিহা
নতুন নেতৃত্বে ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ
বইমেলায় ঝুমকি বসুর তৃতীয় গল্পগ্রন্থ ‘ছাতিম ফুলের গন্ধ’

সর্বাধিক পঠিত

শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
টঙ্গীতে আ.লীগের নেত্রীসহ পাঁচজন গ্রেফতার
রায়পুরে পুকুর থেকে বৃদ্ধের ডুবন্ত মরদেহ উদ্ধার
মাইকিং করে চাঁদা চেয়ে বহিষ্কার হলেন সেই যুবদল নেতা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝